উচুন্টি

বনজঙ্গলে স্যাঁতসেঁতে, যেখানে মানুষের যাতায়াত কম সেসব জায়গায় অযত্নে উচুন্টি দেখা যায়। এর পাতা সবুজ অর্ধবৃত্তাকার। পাতার কিনার খাঁজকাটা। রোমশ হওয়ায় এর পাতা বেশ নরম। ফুল সাধারণত সাদা, তবে সাদার মধ্যে হালকা গোলাপি আভা লক্ষণীয়।

সাধারণত বীজ থেকে বংশবিস্তার হয়ে থাকে। সারাবছরই ফুল দেখা গেলেও বর্ষাকালে অধিক ফুলের দেখা মেলে। প্রচলিত আছে যে ক্ষতস্থানে উচুন্টির পাতার রস লাগালে টিটেনাস হয় না। রক্তস্রাবরোধী স্ত্রীরোগে এটি কার্যকর ভূমিকা রাখে।

প্রায়ই এর ফুলে প্রজাপতি বা নানা কীটপতঙ্গ দেখা যায়। এ থেকে বোঝা যায় যে ফুলে মধু আছে। উচুন্টি নিজেই কীটনাশক হিসেবে কাজ করে। এর বৈজ্ঞানিক নাম Ageratum conyzoides. এর কাণ্ড সোজা, রোমশ ও নরম। মাথাব্যথা বা মাথা ঘোরায় কচি পাতা বেটে দিলে দারুণ উপকার পাওয়া যায়। সাধারণত আর্দ্র অঞ্চলে ও পরিত্যক্ত জমিতে এদের জন্মাতে দেখা যায়। 


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //